প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই রাঙ্গামাটি। ভৌগলিক অবস্থান, এলাকাবাসীর জীবনযাত্রার মান, আর্থসামাজিক অবস্থা এবং শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা দেশের অন্যান্য এলাকার চাইতে বিশেষভাবে বৈশিষ্ট্যমন্ডিত, বৈচিত্রময় এবং তাৎপর্যপূর্ণ। ঐতিহ্যবাহী রাজ পরিবারের অতীত ও বর্তমানের ধারাবাহিক বদান্যতায় রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রাণ কেন্দ্রে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে সুদীর্ঘ চার যুগের কাছাকাছি সময় পর্যন্ত অনগ্রসর পার্বত্য এলাকায় শিক্ষার আলোক বর্তিকা প্রজ্জ্বলন করে আসছে। বৈচিত্রময় সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডলে শিক্ষা, শান্তি, প্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন হিসেবে অত্র প্রতিষ্ঠান তার উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে। আশা করছি অনন্তকাল ধরে অত্র এলাকার সকল সম্প্রদায়ের সকল শিক্ষার্থীকে একজন রূচিশীল, নান্দনিক, সৃষ্টিশীল, বিজ্ঞানমনস্ক ও আধুনিক ব্যক্তিত্ব বিনির্মানে এ প্রতিষ্ঠানর তার যথাযথ ভূমিকা রাখবে। ২০১২ সালের মহান ভাষাদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অত্র বিদ্যালয় একটি ওয়েব সাইট http://www.ranidayamoyee.blogspot.com/ খুলে অবাধ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এর নব দিগন্ত উন্মোচন করেছিল যা এখনো বর্তমান ওয়েবসাইটের প্রথম পাতায় রয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর নির্দেশিত অত্র বিদ্যালয়ের বর্তমান ওয়েব সাইট http://rdes.bise-ctg.gov.bd/ এবং 107794@bise-ctg.gov.bd নামক ই-মেইল ঠিকানা চালু করে তথ্য প্রযুক্তির অবাদ ব্যবহারের আরেকটা উইন্ডো (জানালা) খুলে দেয়া হয়েছে। তৎ পরবর্তীতে সদাশয় সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক http://www.ranidayamoyeehs.edu.bd নামক অত্র প্রতিষ্ঠানের আরেকটি ওয়েব সাইট খোলা হয়। সদ্য লাঞ্জকৃত ওয়েব সাইটের পাশাপাশি অতীতের ওয়েব সাইটও লিংক পেজ হিসাবে রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিার্থীদের মেশিন রিডেবল কার্ড সরবরাহ সহ ডিজিটাল হাজিরা মেশিনের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের দৈনন্দিন হাজিরা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি ক্লাশ রুমকে মাল্টিমিডিয়া ক্লাশ রুমের আওতায় এনে শ্রেণি কার্য ক্রম পরিচালনা করা হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের আদায় স্থানীয় ওয়ান ব্যাংক, বনরূপা শাখার মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থী দের মডেল টেস্ট সহ সকল পরীক্ষার ফলাফল ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের অভিভাবক সহ যে কেউ শিক্ষার্থীর পরিচিতি নমআবর ব্যবহার করে যে কোন স্থান থেকে শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল সহ যাবতীয় আপডেট জানতে পারবে। তারপরও বিভিন্ন প্রশাসনিক এবং একাডেমিক তথ্য জানার জন্য সকলকে অত্র বিদ্যালয়ের বর্তমান ওয়েব সাইট ভিজিট ও প্রয়োজনীয় সকল পরামর্শ প্রদত্ত ই- মেইলে প্রেরণের জন্য সবিনয়ে অনুরোধ করছি।
বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা
বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থায় জেলা প্রশাসনের পাশাপাশি সবসময় রাজ পরিবারের সার্বিক তদারকি ও প্রতিনিধিত্ব ছিল। এরই ধারাবহিকতায় চাকমা রাজ পরিবারের বদান্যতা, সার্বিক সহযোগিতা, সর্বোপরি ঐতিহ্যগত দিক বিবেচনা করে রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়গণ সব সময়ই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন যার ধারাবাহিকতা এখনো চলমান আছে। জেলা প্রশাসনের সার্বিক নজরদারিতে বর্তমানে বিদ্যালয়টি স্বচ্চতা ও জবাবদিহিতার মাধ্যমে বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত নিপুনভাবে পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে পার্বত্য চট্টগ্রামের প্রতিতযশা শিক্ষাবিদ প্রয়াতঃ শান্তি ময় চাকমা ০৩/০১/২০০৩ খ্রিঃ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তারপর জনাব, সনৎ কুমার বড়ুয়া তৎস্থলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২৮/০২/২০০৭ খ্রিঃ তারিখে জনাব, সনৎ কুমার বড়ুয়া অবসর গ্রহণ করলে মার্চ-২০০৭(০১-০৩-২০০৭) থেকে অদ্যাবধি প্রধান শিক্ষক হিসাবে আমি দায়িত্ব পালন করে আসছি। দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের নামে আরও ৫ শতক জমি ব্যবরিষ্টার দেবাশীষ মহোদয়ের কাছ থেকে ২০ লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করি এবং জেলা প্রশাসকের সহযোগিতায় সরকারি কোষাগারে প্রায় ১৬ লক্ষ টাকা জমা দিয়ে বিদ্যালয় এলাকায় আরও ৭২.৭৩ শতক জায়গা বিদ্যালয়ের নামে নামজারি করে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করি। বর্তমানে বিদ্যালয়ের রেকডীয় জায়গার মোট পরিমান ১ একর ৮.৭৩ শতক।
রণতোষ মল্লিক
প্রধান শিক্ষক
রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়
রাঙ্গামাটি পার্ত্য জেলা।
মোবাইল ঃ ০১৫৫৬৫৩৪৩০০/০১৩০৯১০৭৭৯৪/০১৭১২৫৮৫৬২৫( হোয়াটসএ্যাপ)
ই-মেইল ঃ 107794@bise-ctg.gov.bd/hmrdhs@gmail.com/ranatoshmallick@yahoo.com